Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

ভিশন ও মিশন : পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ইতিহাস, ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি, ভাষা, বর্ণমালা, সাহিত্য, পূজা-পার্বন, রীতিনীতি ইত্যাদির সংরক্ষণ এবং গবেষণার মাধ্যমে যুগপোযোগী উন্নয়ন ও উৎকর্ষ সাধন।

১। এই জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ইতিহাস, সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্য তথা ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, কারুশিল্প, ধর্ম, আচার অনুষ্ঠান, রীতিনীতি, প্রথা, সংস্কার ইত্যাদি বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ, সংরক্ষণ এবং গবেষণা কর্মসূচি  পরিচালনা করা;

২। এই জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনধারা, ইতিহাস, ঐতিহ্য এবং সমাজ ও সংস্কৃতির উপর সেমিনার, সম্মেলন ও প্রদর্শনীর আয়োজন এবং সেই সব বিষয়ে পুস্তক ও সাময়িকী প্রকাশনা এবং প্রামাণ্য চিত্র ধারণ ও প্রচার করা;

৩। এই জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠী জনগণকে জাতীয় সংস্কৃতির মূল স্রোতধারার সহিত সম্পৃক্ত করিবার লক্ষ্যে বিভিন্ন জাতীয় দিবস ও উৎসব উদযাপন স্থানীয় শিল্পীদের রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশগ্রহণের ব্যবস্থা গ্রহণ করা;

৪। আন্ত:জেলা সাংস্কৃতিক বিনিময় কর্মসূচি গ্রহণ করা;

৫। এই জেলা বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসবসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার আয়োজন করা;

৬। ভাষা, সাহিত্য, সঙ্গীত, নৃত্য, নাট্য ও চারূকলার বিষয়ে প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা;

৭। এই জেলার সাংস্কৃতিক এবং নাট্য সংগঠনসমূহকে আর্থিক অনুদান এবং আর্থিকভাবে অস্বচ্ছল শিল্পীদের আর্থিক সহযোগিতা প্রদান করা;

৮। কৃতি ও বরেণ্য শিল্পীদের সম্মানী প্রদান করা;

৯। কৃতি ও বরেণ্য শিল্পীদের  সম্মাননা প্রদান করা;

১০। এই জেলায় বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী সাংস্কৃতিক উপকরণাদি সংগ্রহপূর্বক জাদুঘর স্থাপনা করা;

১১। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতির বিকাশ সাধনে সরকার কর্তৃক গৃহীত পরিকল্পনা ও প্রকল্প বাস্তবায়ন করা;

১২। বিধি দ্বারা নির্ধারিত পদ্ধতিতে পর্যটন শিল্প বিকাশে ব্যবস্থা গ্রহণ করা;