অর্জনসমূহ : অত্র ইনস্টিটিউটের সংস্কৃতি শাখার উদ্যোগে স্বল্প ও দীর্ঘ মেয়াদী সংগীত, নৃত্য, নাট্যকলা ও চারুকলা বিষয়ে গবেষণা ও প্রশিক্ষণ দান করা হয়েছে। বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় দিবস (মহান বিজয় দিবস, স্বাধীনতা দিবস, জাতীয় শিশু দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, জাতীয় শোক দিবস) উদযাপন, দেশী-বিদেশী ভিআইপি অতিথি ও রাষ্ট্রীয় অতিথির সম্মানে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, আন্ত:জেলা এবং জেলার বাইরে সাংস্কৃতিক বিনিময় কার্যক্রমের আওতায় রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় এবং জেলার বাইরে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন, জেলা পর্যায়ে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, শিশু কিশোরদের চিত্রাংকন ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, পার্বত্য চট্টগ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু সাংগ্রাই বৈসুক বিষু উদযাপন উপলক্ষে তিন দিনব্যাপী বিজু মেলা আয়োজন, নাট্য উৎসব আয়োজন, রবীন্দ্র-নজরুল জয়ন্তী উদযাপন ও ফিল্ম এ্যাপ্রিসিয়েশন কোর্স আয়োজন করা হয়েছে। গবেষণা ও প্রকাশনা শাখার উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষা ও সাহিত্য বিষয়ক ৬টি গ্রন্থ ও ৩টি সংকলন প্রকাশ, চাকমা ভাষা শিক্ষা দান, দূর্লভ গ্রন্থের পান্ডুলিপি বাংলায় বর্ণান্তকরণ, ক্ষুদ্র নৃগোষ্ঠীর লোকসঙ্গীত, যন্ত্রসঙ্গীত ইত্যাদি রেকর্ডকরণের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা করা হয়েছে। জাদুঘর ও লাইব্রেরী শাখার অধীনে বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্যবাহী জিনিসপত্র, পুরাতন মুদ্রা, পোশাক-পরিচ্ছদ, অলংকার, বাঁশ বেতের তৈরি বিভিন্ন কারুশিল্প, বাদ্যযন্ত্র, আলোকচিত্র সংগ্রহ, বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠীর দৈনন্দিন জীবনধারার উপর পোড়ামাটির ভাস্কর্য, মডেল ইত্যাদি নির্মাণ করা হয়েছে। লাইব্রেরীর জন্য দেশী বিদেশী বইপত্র ও সাময়িকী ক্রয় ও সংরক্ষণ পূর্বক পাঠক ও গবেষকদের পড়াশুনার সুযোগ সৃষ্টি করা হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস